বর্তমান বাজারে অনেক ধরনের ইলেকট্রিক সাইকেল রয়েছে। এগুলোর সীমাবদ্ধতা মাথায় রেখে এবার হিমো ব্র্যান্ডের অধীনে নতুন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করল চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। নতুন হিমো টি-১ মডেলের এই সাইকেল এক চার্জে ১২০ কিমি রাস্তা চলতে পারবে। স্মার্ট ডিজাইনের দ্রুতগতির এই সাইকেল চীনের বাজারে আসবে ৪ জুন।
হিমো টি-১ এর বিশেষত্ব
সাইকেলটিতে থাকবে একটি ১৪,০০০ mAh ব্যাটারি। ফলে এক চার্জে এটি চলবে ১২০ কিমি। থাকছে ফ্রন্ট সাসপেনশান ফর্ক, ডুয়াল টিয়ার সাসপেনশন, সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক, পিছনের চাকায় ড্রাম ব্রেক।
সাইকেলে থাকছে ৯০ মিলিমিটার চওড়া টায়ার। মাল্টি ফাংশান কম্বিনেশান সুইচ ও ডিজিটাল ডিসপ্লে।
এতে থাকছে একটি উজ্জ্বল হেডলাইট। আপদকালীন সময়ের জন্য থাকবে এক জোডা পেডাল।
লাল, ধুসর ও সাদা এই তিন রঙে পাওয়া যাবে সাইকেলটি। ৫৩ কিলোগ্রাম ওজনের এই ইলেকট্রিক সাইকেলে ব্রাশলেস ম্যাগনেটের মাধ্যমে ৩৫০ ওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
হিমো টি-১ এর দাম
চীনে এই ইলেকট্রিক বাইসাইকেলটির দাম ধরা হয়েছে ২,৯৯৯ ইয়েন। যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৭ হাজারের মতো। তবে বাংলাদেশের বাজারে কবে নাগাদ এটি পাওয়া যাবে তা জানায়নি শাওমি।