চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৪৫ রান। তবে তৃতীয় দিনে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। তাইজুলদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান গুটিয়ে গেছে ২৮৬ রানে।
প্রথম ইনিংসে ৩৩০ রান করা বাংলাদেশ পেয়েছে ৪৪ রানের লিড। পাক ওপেনার আবিদ আলী সর্বোচ্চ ১৩৩ রান করেছেন। এছাড়া অপর ওপেনার আব্দুল্লাহ শফিক ৫২ রান করেছেন। দলপতি বাবর আজমের ব্যাট থেকে এসেছে মাত্র ১০ রান।
আজহার আলী, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ানরা সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলারদের বিপক্ষে। শেষ দিকে টেল-এন্ডারদের নিয়ে লড়াই করেছেন ফাহিম আশরাফ। ৩৮ রান করেন তিনি।
পাকিস্তানের সাত ব্যাটারই বাঁহাতি স্পিনার তাইজুলের ইসলামের শিকার। পেসার এবাদত হোসেন নিয়েছেন দুটি উইকেট। মেহেদি হাসান মিরাজ নিয়েছেন একটি উইকেট।