আদালতে স্বাভাবিক ছিলেন বাবুসোনার হত্যাকারী স্ত্রী

রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবুসোনা হত্যা মামলার রায় ঘোষণার সময় স্বাভাবিক ছিলেন স্নিগ্ধা ভৌমিক ওরফে দীপা সরকার।

মঙ্গলবার, ২৯ জানুয়ারি দুপুরে রায় ঘোষণার সময় আদালত কক্ষে আসামীর কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন মামলার একমাত্র জীবিত আসামী দীপা।

স্বামীকে হত্যার দায়ে নিজের মৃত্যুদন্ড-  এরকম রায় শোনার পরেও কোনো অস্বাভাবিক আচরণ করেননি দীপা। এ সময় তাকে কান্নাকাটি করতেও দেখা যায়নি।

তবে এসময় তার চেহারায় ক্লান্তির ছাপ লক্ষ্য করা গেছে।

এর আগে সকালে দীপাকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে জেলা দায়রা জজ আদালতে নিয়ে আসা হয়।

পরে তাকে এজলাশ কক্ষে নিয়ে যাওয়া হয়। রায় ঘোষণা শেষে তাকে নিয়ে যাওয়া হয় রংপুর কেন্দ্রীয় কারাগারে।

পুলিশি প্রহরায় আদালতে তার যাওয়া-আসাও ছিল স্বাভাবিক।

এইচএ/২৯.০১.১৯