রংপুরে প্রথমবারের মতো জাতীয় পিঠা উৎসব আয়োজন, আজ উদ্বোধন

দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় রংপুরে প্রথম বারের মতো পাঁচ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব এর আয়োজন করা হয়েছে। উৎসব শুরু হবে ০৯ মার্চ। চলবে ১৩ মার্চ পর্যন্ত।

আজ বুধবার, ৯ মার্চ বিকেল সাড়ে চারটায় পাবলিক লাইব্রেরী মাঠে পিঠা উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এর আগে গতকাল দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম।

তিনি জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এই উৎসবের আয়োজন করা হচ্ছে।

তিনি জানান, ঢাকার বাইরে প্রথমবারের মতো রংপুরে জাতীয় পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাঁচ দিনের এ পিঠা উৎসবে ৩০টি স্টল জুড়ে থাকবে বাহারি পিঠার পসরা। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। পিঠা উৎসবের পাশাপাশি দর্শনার্থীদের মন মাতাতে প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবার রংপুরের এই উৎসব থেকে নির্বাচিত পাঁচজন সেরা পিঠা শিল্পীকে সম্মাননা প্রদান করা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের রংপুর বিভাগীয় সদস্য সচিব আশরাফুল আলম আল-আমিন, সদস্য মাহবুব রহমান, নাট্যজন সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাখাওয়াত রাঙা, প্রচার উপ-কমিটির আহবায়ক মনজিল মুরাদ লাভলু ও সদস্য রেজাউল করিম জীবন।