মাশরাফির প্রতিদ্বন্দ্বী যারা

প্রতীক বরাদ্দ

নড়াইল প্রতিনিধি :
নড়াইল-২ আসনে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে মাশরাফির প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমানসহ পাঁচজন। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পূর্ণ।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসফাকুল হক চৌধুরী নড়াইল-২ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

নড়াইল-২ আসনে ছয়জন প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা (নৌকা), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তথ্যসূত্রে জানা গেছে, নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর আংশিক) আসনে দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার৭২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ ও মহিলা ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৬ জন।