আদিতমারীর একটি গ্রামে ১০ বাড়িতে চুরি!

লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি গ্রামে রাতের আধাঁরে ১০ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সারপুকুর ইউনিয়নের মসুরদৌলজোর গ্রামে এসব চুরির ঘটনা ঘটে।

এতে করে গ্রামবাসীরা চোর আতংকে ভুগছেন।

স্থানীয়রা জানান, মসুরদৌলজোর গ্রামের লোকজন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু বুধবার সকালে উঠে দেখেন সংঘবদ্ধ চোর চক্র ওই গ্রামের অন্তত ১০টি বাড়ির সিধ কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা পয়সা, দামি পোশাক ও কাগজপত্র নিয়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর...

এরমধ্যে এন্তাজ আলী নামের এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ৫৬ হাজার টাকা ও মোবাইল সেট চুরি হয় বলে জানা গেছে।

ওই এলাকার বাসিন্দা ও সারপুকুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছামিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রায় ১০ টি বাড়ি চুরি হয়ে গেছে। এরমধ্যে একটি বাড়ি থেকে চোরেরা টাকা পয়সা নিয়ে গেছে। আর বাকি বাড়িগুলো থেকে তারা টাকা পয়সা নিতে না পারলেও ঘরে থাকা কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে’।

আদিতমারী থানার ওসি মাসুদ রানা বলেন, ‘একটি বাড়ি চুরি হয়েছে বলে অভিযোগ পেয়েছি। তবে বাকি বাড়িগুলোতে হয়তো কোথাও কোপ দিয়েছে আবার কোথাও কোদাল দিয়ে সিধ কাটার চেষ্টা হয়েছে। বিষয়টি সন্দেহজনক। তারপরেও তদন্ত করে দেখা হচ্ছে’।

এমআরডি-০৬.০২.২০১৯