ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির কয়েকজন নেতা এখন হাসপাতালে ।


রাত পৌনে দশটার দিকে বিএনপি নেতারা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পৌঁছান। ফখরুলের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও আবদুল মঈন খান আছেন।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক শেষ হয়। এরপর তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের দিকে রওনা দেন।

এবি/রাতদিন