কনকনে শীতে শিশুদের পাশে


‘সংখ্যায় ১০টি শীতবস্ত্র হয়তো খুবই সামান্য। তবে এটি বড়দের জন্য একটা উদাহরণ হতে পারে’

`বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এর সাথে যারা জড়িত তাদের সবাই শিক্ষার্থী। বয়সও খুব বেশি হয়নি। নিজের পায়ে দাঁড়াতে অনেক দিন বাকি। এরপরও তারা দাঁড়িয়েছে গরীব শিশুদের পাশে । এই কনকনে শীতে বিলিয়েছে ‘উষ্ণতা’।

এটি লালমনিরহাটের হাতীবান্ধার একটি সংগঠন। এর সভাপতি হাসান মাহাদীর ভাষ্য, ‘সংগঠনের সবাই শিক্ষার্থী। এরপরও সবার সহায়তায় একটি ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। এসময় সকলের উচিত অসহায়-দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানো’।

ছবি : রাতদিন.নিউজ

সংগঠনটির পক্ষ থেকে বুধবার, ৯ জানুয়ারি বিকেলে হাতীবান্ধার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ১০ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। পৌষের এই শীতে এসব পেয়ে তারা বেশ উৎফুল্ল হয়ে ওঠে। তাদের হাতে পোশাকগুলো তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক
লুৎফর শিরিন।

ছোটদের এ উদ্যোগে খুশি প্রধান শিক্ষক লুৎফর শিরিন বলেন, ‘সংখ্যায় ১০টি শীতবস্ত্র হয়তো খুবই সামান্য। তবে এটি বড়দের জন্য একটা উদাহরণ হতে পারে’।

এসময় সেখানে ছিলেন সংগঠনের সভাপতি হাসান মাহাদী ও সম্পাদক আশিকুজ্জামান, সদস্য পলাশ, জাকির হোসেন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

ছবি : রাতদিন.নিউজ

এইচএ/১০.০১.১৯

মতামত দিন