করোনায় মারা গেছেন স্পেনের রাজকন্য মারিয়া তেরেসা অব বরবন পারমা।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনিই প্রথম রাজকীয় ব্যক্তি।আর দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ছয় হাজারেরও বেশী মানুষ। যা চীনের চেয়ে প্রায় দ্বিগুন।খবর ফক্স নিউজের।
বৃহষ্পতিবার,২৬ মার্চ ফ্রান্সের প্যারিসে মারা যান করোনায় আক্রান্ত মারিয়া তেরেসা। তিনি স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠের বোন (কাজিন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মারিয়া তেরেসার ভাই রাজপুত্র এনরিকে দে বরবন ডিউক অব আরানকুয়েফ এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমার বোন মারিয়া তেরেসা দে বরবন পারমা করোনাভাইরাসের শিকার হয়ে ৮৬ বছর বয়সে প্যারিসে মারা গেছেন।’
স্পেনের রাজকন্যা হলেও জীবনের একটা বড়ো অংশ প্যারিসে কাটিয়েছেন মারিয়া। পড়াশুনো করে সেখানেই শিক্ষকতা করতেন তিনি। স্বাধীনচেতা মতামতের জন্য তাকে রেড প্রিন্সেস বলা হত।
এদিকে ব্রিটিশ রাজপুত্র চার্লস করোনাভাইরাসে আক্রান্ত। তবে সুস্থ আছেন তার মা ব্রিটিশ রানী এলিজাবেথ দ্বিতীয়। কয়েক সপ্তাহ আগে স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠকেও করোনা পরীক্ষা করা হয়। তার দেহে ভাইরাস সংক্রমণ ঘটেনি।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে একদিনে ৮৩৮ জন মারা গেছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৫২৮ জনে দাঁড়িয়েছে। খবর আলজাজিরা।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, শনিবার রাত পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৩৮ জন। আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ২৪৮ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৭৯৭ জনে।
এদিকে সাধারণ মানুষকে সেবা দিতে গিয়ে স্পেনে প্রায় ১০ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন দেশটির জরুরি স্বাস্থ্য সমন্বয় কেন্দ্রের প্রধান ফার্নান্দো সিমেন।