ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুলিশের দু’জন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার, ৭ সেপ্টেম্বর রাত ১টার দিকে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালীতে তাদের গ্রামের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তোভোগী সবুর মিয়া দিনাজপুর সদর পিবিআইয়ের ওসি ও বাবুল মিয়া ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি। ওই দুই পুলিশ কর্মকর্তা সম্পর্কে নিজ ভাই।
ওই বাড়ির কেয়ারটেকার আমেনা বিবি জানান, গভীর রাতে চোরেরা ঘরের স্টিলের দরজার হুক খুলে ভেতরে ঢুকে দুটি ঘরের মালামাল চুরি করে নিয়ে গেছে।
এদিকে ওসি বাবুল মিয়া তাদের গ্রামের বাড়ির চুরির ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেন। তিনি বলেন, ‘চোরেরা পরিকল্পিতভাবে এ চুরি সংঘটিত করে। আমার দুটি রুমের দুটি আলমিরা ভেঙ্গে কিছু নগদ অর্থ, জমির দলিল, জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।’
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোসাবেরুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএইচ/রাতদিন