ডিমলায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

সংগৃহীত গ্রাফিক্স

মোটরসাইকেলে ধাক্কায় আহত রাবেয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়।

তিনি ওই উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা সীমান্তবাজার এলাকার লাল মিয়ার স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তিস্তার বাজার সংলগ্ন রাস্তা পাড়াপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন রাবেয়া বেগম। আহত অবস্থায় তাকে ওই দিন রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার, ৭ ফেব্রুয়ারি সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন রাবেয়া বেগম।

তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ।

এমআরডি-০৯.০২.২০১৯

সাথে থাকুন...