দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে ট্রেনের টিকেট না থাকায় এক যাত্রীকে দায়িত্বরত টিকেট কালেক্টর (টিসি) প্লাটফর্মে মারধর করছেন– এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে পুলিশের উপস্থিতিতে ওই যাত্রীকে মারধর করতে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টিসি সহযোগীদের নিয়ে ওই যাত্রীর জামার কলার ধরে টানাহেঁচড়া ও মারধর করছেন।
জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি চূড়া কেশবপুর গ্রামের বাসিন্দা পাঁচবিবি স্টেশন থেকে সোহান নামে ওই যাত্রী রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে পার্বতীপুরে আসেন। এ সময় সেখানে দায়িত্বরত টিসি তার কাছে টিকেট চান। তখন তিনি পুলিশকে টাকা দিয়েছেন বলে জানান। একপর্যায়ে সোহানকে মারধর করেন টিসি।
জানা গেছে, রেলওয়ের ওই টিসির নাম সোহাগ। তিনি নীলফামারীর সৈয়দপুর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা।
পার্বতীপুর জিআরপি থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই ) গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ওই সময় ট্রেনের সঙ্গে আসা জয়পুরহাটের জিআরপি থানার পুলিশ ছিল। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনও অভিযোগ পাইনি। বিষয়টি ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) স্যারকে জানাচ্ছি, তিনি বিষয়টি দেখবেন।’
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও: