করোনাভাইরাস সংক্রমণজনিত সংকট মোকাবিলায় বাংলাদেশকে সুরক্ষা সরঞ্জাম দিয়েছে ভারত।
অজ বুধবার, ২৫ মার্চ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ সুরক্ষা সরঞ্জামগুলো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে হস্তান্তর করেন।
সরঞ্জামের মধ্যে রয়েছে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার।
ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতির অংশ হিসেবে এবং কোভিড-১৯ এর বিস্তার রোধ করার জন্য একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নিতে
১৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য সার্ক নেতৃবৃন্দ একটি ভিডিও সম্মেলন করেন। এই অঞ্চলের প্রতি ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নে
ভারত ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার বাংলাদেশ সরকারের কাছে সহায়তা হিসেবে হস্তান্তর করেছে। এসকল সামগ্রী কোভিড-১৯ বিস্তার
মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়ক হবে।
এবি/রাতদিন