বাবা ফিরলেন বাড়ি, দুই ছেলে হলো কয়লা

চকবাজারের অগ্নিকান্ডে দুই ভাই পুড়ে ছাই
রানা (বামে) ও রাজু (ডানে)। ছবি : সংগৃহীত

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকার এস আর টেলিকম। মাসুদ রানা (৩৫) ও মাহবুর রহমান রাজু (২৮) দুই ভাই মিলে চালাতেন দোকানটি।

বুধবার, ২০ ফব্রুয়ারি রাতে সেখানে গিয়েছিলেন তাদের বাবা মো. শাহবুল্লাহ। তবে রাত ১০টা পার হয়ে যাওয়ায় চা খেয়ে তাকে বাড়ি ফিরতে বলেছিলেন দুই ছেলে। বাবাও ছেলেদের বলে যান, ‘দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলে আসো।’

এই ছিল তাদের মধ্যে শেষ কথাবার্তা। এরপর শাহবুল্লাহ বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন। কিন্তু রানা  ও রাজুর আর বাড়ি ফেরা হয়নি। তারা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছেন।

গণমাধ্যমের খবরে বলা হয়, ছেলেদের দোকান এস আর টেলিকম থেকে অল্প দূরে শাহবুল্লাহ অল্প দূরে যেতেই সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয় দুই ছেলের।

দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মো. শাহবুল্লাহর কান্না আর থামছে না। তার এই বাসায় ফেরার স্বাদ যেন মিটে গেছে। বাসায় আসা আত্মীয়-স্বজন সবাই যেন শাহবুল্লাহকে সান্ত্বনা দেয়ার ভাষাও হারিয়েছেন।

শাহবুল্লাহ বলেন, ‘দোকান থেকে বেরিয়ে অল্প একটু আসতেই শব্দ শুনেছি। আমি আর ওইদিকে যাইতে পারি নাই। পুরা রাস্তায় আগুন। আমার বাবারা আগুনে…।’

একজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম জাগোনিউজকে বলেন, ‘আমরা ছাদ থেকে রানা আর রাজুকে দোকানের শাটার নামিয়ে দিয়ে ভেতরে ঢুকে যেতে দেখেছি। ওইখানেই তাদের মৃত্যু হয়।’

নিহত মাসুদ রানার একমাত্র সন্তান কেঁদে চলেছে। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠান করে বিয়ে করা রাজুর স্ত্রীর মুখেও কোনো কথা নেই।

এবি/রাতদিন