উত্তরবঙ্গগামী যানবাহনের অতিরিক্ত চাপ ও স্বাভাবিক গতিতে গাড়ি চলতে না পারায় বঙ্গবন্ধু সেতুতে সকাল ১১টা ৪৮ মিনিট থেকে টোল আদায় বন্ধ রাখা হয়েছে। এর আগে শুক্রবার ৯ আগষ্ট প্রথম দফায় সকাল ১১ টা থেকে ১০ মিনিট টোল আদায় বন্ধ থাকে।
দু’দফা টোল আদায় বন্ধ ও আগে থেকে সৃষ্ট যানজটের কারণে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতুর পূর্বপ্রান্ত থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে বেশ ভোগান্তির শিকার ঘরমুখো মানুষ। বিশেষ করে ভীষণ বেকায়দায় পড়েছে নারী-শিশুরা।
রাত থেকে বৃষ্টি ও মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়। তবে মহাসড়কে দায়িত্বরত পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন সংবাদমাধ্যমকে জানান, গাড়ির স্বাভাবিক গতি না থাকার কারণে বঙ্গবন্ধু সেতুতে যানজটের সৃষ্টি হলে দীর্ঘ লাইন হয়ে যায়। সেতুর উপর থেকে চাপ কমাতেই শুক্রবার ১১টা ৪৮ মিনিটে টোল আদায় বন্ধ রাখা হয়।
শান্ত/রাতদিন