‘দেশি ফুড বিদেশী মুড’ শ্লোগানে রংপুরে যাত্রা শুরু করেছে অনলাইন ভিত্তিক দেশিয় খাবারের প্রতিষ্ঠান ‘রান্নাবাড়ি’। আজ শনিবার, ৯ জানুয়ারি টাউনহলে এর উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ -পুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, মানবাধিকার সংগঠক ও শিক্ষাবিদ অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, সনাক রংপুরের সভাপতি মোশফেকা রাজ্জাক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রান্নাবাড়ির ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও উদ্যোক্তা লাবনী ইয়াসমিন।
লাবনী ইয়াসমিন বলেন, ‘দিনদিন অনলাইনে খাবারের চাহিদা বাড়ছে। এই চাহিদাকে সামনে রেখে অনলাইন ভিত্তিক অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরা দেশিয় খাবারের শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। আমরা হারিয়ে যাওয়া খাবারগুলো ফিরিয়ে আনতে চাই। আমাদের প্রতিষ্ঠান থেকে অনলাইন ছাড়াও মোবাইল অ্যাপস কিংবা মুঠোফোনে অর্ডার দিলেও খাবার মিলবে’।
এবি/রাতদিন