বাংলাদেশ জাতীয় বধির দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে রংপুরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৯ অক্টোবর বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীর বলেন, ‘প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে না করে তাদেরকে কাছে থেকে ভালোবাসতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলে সম্পদে রূপান্তরিত করতে হবে।’
রংপুর মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে জেলা বধির সংঘের সভাপতি শরফুল করিম শরফুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন, সহকারি পরিচালক আব্দুল মতিন, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর শাখার সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল।
এছাড়াও রংপুর জেলার সকল বধির সদস্য এসময় উপস্থিত ছিলেন।
এনএইচ/রাতদিন