রংপুর বিভাগে র‌্যাবের ৬৮ টহল টিম, জরুরি প্রয়োজনে উড়বে হেলিকপ্টার

ছবি : সংগৃহীত
0

আসছে একাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর বিভাগের আট জেলায় র‍্যাবের ৬৮টি টহল টিম কাজ করছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ বলে জানিয়েছেন রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক

তিনি বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে  সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।

এ সম্পর্কিত আরও খবর...

র‌্যাব অধিনায়ক বলেন, ‘বিভাগের প্রতিটি জেলায় অস্থায়ী ক্যাম্প স্থাপনের পাশাপাশি ডগ স্কোয়ার্ড, বোমা নিস্ক্রিয়করণ ইউনিট, সাইবার ক্রাইম টিম মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স রাখা হয়েছে ‘।  

জরুরি প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘এ বিভাগে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে র‌্যাব প্রস্তুত রয়েছে। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ পরিবেশে সর্বাত্তক অংশগ্রহনমূলক এবং সকলের নিকট গ্রহনযোগ্য নির্বাচন’।

মোজাম্মেল হক আরও বলেন, ‘রংপুর নগরীর সকল হোটেল, রেঁস্তোরা, রেল স্টেশন, বাস টার্মিনালে তল্লাশি জোরদার করা হয়েছে। আর নির্বাচনে কেউ কোনো ধরনের অপপ্রচার, গুজব -অপপ্রচার চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে’।

এইচএ/২৭.১২.১৮

মতামত দিন