রাষ্ট্রপতি দুবাই গেলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য

সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে গেছেন।

আজ বুধবার, ১৪ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মো. ইমরানুল হাসান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। সফর শেষে ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে জানান প্রেস সচিব।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের শার্জ দ্য আফেয়ার্স, তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি/রাতদিন