রাষ্ট্রপতি পদক পেয়েছেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।

সোমবার,  ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে পুলিশ হেড কোয়াটার্সে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অশোক কুমারকে এ পদক পরিয়ে দেন ।

এ পদক প্রাপ্তিতে তাঁকে নীলফামারী জেলা পুলিশের কর্মকর্তা ‍ও পুলিশ সদস্য, জেলার বিভিন্ন রাজনীতিক, সুধিজন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বমহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

অশোক কুমার পাল ২৮তম বিসিএস ক্যাডার হিসেবে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। চাকুরি জীবনে তিনি সিরাজগঞ্জ,  জয়পুরহাটসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন।

২০১৭ সালে নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন অশোক কুমার পাল। ২০১৮ সালে সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান তিনি। পারিবারিক জীবনে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানের জনক।

এসকে/৭.২.২০১৯