লালমনিরহাটের জাওরাণী বিওপি’র এক টহল দল ১১টি ভারতীয় গরু আটক করেছে। জেলার চন্দ্রপুর সীমান্তে চোরাচালানকালে এসব গরু আটক করে ১৫ বিজিবির ওই টহল দল।
বুধবার, ১৮ ডিসেম্বর সীমান্তবর্তী চন্দ্রপুর গ্রামের আশরাফ আলী নামের জনৈক ব্যক্তির বাড়িতে তল্লশি চালিয়ে এসব গরু আটক করা হয়।
বিজিবি’র একটি টহলদল ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়।
বিওপি কমান্ডার হাবিলদার বেলায়েত গরু আটকের বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জনৈক আশরাফ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ীর গোয়ালঘর থেকে তালাবদ্ধ অবস্থায় ওই গরুগুলো উদ্ধার করা হয়।
তবে এ সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি ।
পরে গোয়ালঘরের তালা ভেঙ্গে ভারতীয় এই গরুগুলো আটক করা হয় । আটককৃত এসব গরুর আনুমানিক মূল্য ৪ লক্ষাধিক টাকা হবে বলে প্রত্যক্ষদর্শি স্থানীয় এলাকাবাসি জানিয়েছেন।
এ ব্যাপারে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান জাওরানি ক্যাম্প ইনচার্জ ।