সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

সিঙ্গাপুরে নতুন করে আরো এক বাংলাদেশি শ্রমিক নভেল করোনাভাইরাস নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) এক হালনাগাদ তথ্যে বিষয়টি নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেওয়া তথ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন সিঙ্গাপুরে নতুন করে দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি শ্রমিক, অপরজন রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোসা ক্যাসিনোর কর্মচারী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, সবশেষ আক্রান্ত বাংলাদেশি শ্রমিকের বয়স ৩৯ বছর। তিনি ১০ সিলেটার অ্যারোস্পেস হেইটসে কর্মরত ছিলেন।

ভাইরাসে আক্রান্ত এ বাংলাদেশির চীন ভ্রমণের কেনো তথ্য পাওয়া যায়নি। গত ৬ ফেব্রুয়ারি তিনি অসুস্থ বোধ করলে পরের দিন তাকে সাধারণ চিকিৎসা দেওয়া হয়। এরপর ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরের জাতীয় সংক্রামক রোগ কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়।

এর আগে গত রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশি শ্রমিকের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানায়।

এবি/রাতদিন