সৈয়দপুরে বাড়িতে অসামাজিক কাজ, নারীসহ ৫ জনের কারদন্ড

নীলফামারী সৈয়দপুর শহরে একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপের দায়ে পাঁচ ব্যক্তির পৃথক পৃথক মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার, ২৯ এপ্রিল রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শহরের গোলাহাট এলাকার প্রয়াত আজিজুল ইসলামের ছেলে বরকতুস্ ইসলাম বিপ্লব (৪৫) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বিভিন্ন জায়গা থেকে নারী এনে অসামাজিক কাজ চালিয়ে আসছিল। খবর পেয়ে সোমবার রাতে সহকারি কমিশনার পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযানে যান। সেসময় ওই পাঁচজনকে আটক করা হয়। পরে দন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, বাড়ির মালিক বরকতুস্ ইসলাম বিপ্লব, বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলীর আব্দুল হামিদের ছেলে মো. আলেফ হোসেন (২৬), একই এলাকার ইনসান আলীর ছেলে মো. মেরাজুল ইসলাম (৩৫) এবং ঢাকার মিরপুরের প্রয়াত কালু ব্যাপারীর মেয়ে হোসনে আরা ও বাবুবাজারের মো. আলমের মেয়ে লাকী (১৮)। ভ্রাম্যমান আদালত ওই দুই নারীকে ২০ দিন করে এবং বাকি তিনজনের প্রত্যেককে ২৯ দিন করে বিনাশ্রম কারদন্ড প্রদান করেন।

সৈয়দপুর থানার ওসি মো. শাহ্জাহান পাশা জানান, সাজাপ্রাপ্তদের মঙ্গলবার নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এইচএ/রাতদিন