সৈয়দপুরে স্বাস্থ্য বিভাগের কর্মশালা

নীলফামারীর সৈয়দপুরে স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিবেশের প্রভাব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২৩ জানুয়ারি সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহযোগিতায় নীলফামারী সিভিল সার্জন অফিস এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া।

সভাপতিত্ব্ করেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন। বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আব্দুল কাদের। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক এ বি এম রওশন আলম।

কর্মশালার সার্বিক পরিচালনায় ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. মাহফুজ-উল-আনোয়ার।

মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও খাদ্য গ্রহন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

কর্মশালায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সাংবাদিক, পুলিশ, স্বাস্থ্য সুপারভাইজার ও স্টাফনার্সরা অংশ গ্রহন করেন।

এসকে/২৩.০১.২০১৯