স্কুলছাত্রীকে উত্ত্যক্তে কলেজছাত্রের দন্ড

নীলফামারীর সৈয়দপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে জাহাঙ্গীর আলম (২০) নামে এক কলেজ ছাত্রকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ভ্রাম্যমান আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া এ দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমান আলাদত সূত্রে জানা গেছে, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চড়কপাড়ার ওই ছাত্রী স্থানীয় একটি প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে লেখাপড়া করে।

বাড়ি থেকে স্কুলে যাওয়া আসার পথে তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো জাহাঙ্গীর।

এক পর্যায়ে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। পরে পরিবারে পক্ষ থেকে অভিযোগ জানানো হয় সৈয়দপুর থানায়।

এই অবস্থায়, বৃহস্পতিবার সকালে পুলিশ কলেজ ছাত্র জাহাঙ্গীর আলমকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।

পরে আদালত তাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

কলেজ ছাত্র জাহাঙ্গীর একই ইউনিয়নের লক্ষণপুর (বালাপাড়া) গ্রামের মাংস ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে। দন্ডপ্রাপ্ত ওই যুবক সৈয়দপুরের একটি কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী।

এইচএ/৩১.০১.১৯