‘পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের এলাকায় কেমিক্যালের কোনো অস্তিত্ব নেই এবং সেখানে কোনো গোডাউনও ছিল না’- বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
এসময় তিনি বলেন, ‘পুরান ঢাকার কেমিক্যালের ব্যবসা বন্ধ করা যাবে না।’
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
তিনি বলেন, ‘সেখানে আগুন লাগার যে ঘটনা ঘটেছে সেটা ছিল একটি রেস্টুরেন্ট। এটা হচ্ছে সিলিন্ডার ব্লাস্ট। ওই এলাকায় গ্যাস স্বল্পতা ছিল। হোটেলে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করতো। যেখানে ঘটনাটি ঘটেছে সেটা কেমিক্যাল এরিয়া না, এখানে কেমিক্যালের কোনো অস্তিত্ব নেই।’
‘পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসা বংশ পরম্পরা। এটাতো বন্ধ করা যাবে না। এর সঙ্গে অনেক কিছু জড়িত।’- উল্লেখ করেন শিল্পমন্ত্রী।
শিল্পমন্ত্রী আরো বলেন, ‘নিমতলির ঘটনা আর চকবাজারের ঘটনা একদম ভিন্ন। এটা কেমিক্যাল সম্পর্কিত কিছুই না। সিলিন্ডার থেকে এটা হয়েছে।’
এইচএ/রাতদিন