অগ্রহণযোগ্য দামের কারণে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত : রংপুরে বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ট্যানারি মালিক ও চামড়া ব্যবসায়ীদের নিয়ে বৈঠক শেষে চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ঈদের দিন থেকে অগ্রহণযোগ্য দাম দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এভাবে চলতে থাকলে মসজিদ, মাদ্রাসা, এতিমখানাগুলো দাম পাবে না। তাই তাৎক্ষনিকভাবে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে পশুর চামড়া বিক্রি করে দাম পাওয়া যায়।

আজ বুধবার, ১৪ আগষ্ট সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নিরুৎসাহিতমূলক বক্তব্যে সরকার বিচলিত নয়।

এবি/রাতদিন