না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা। আজ বৃহস্পতিবার, ১৫ আগষ্ট দুপুর ১২টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
জি নিউজের খবরে বলা হয়, এর আগে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় বিদ্যা সিনহাকে। শুক্রবার রাতে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট দেখা দিয়েছিল এ অভিনেত্রীর। কিন্তু চিকিৎসা চললেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পরিবারের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, অনেক দিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বিদ্যা সিনহা। সেখান থেকে হার্টে এবং ফুসফুসে সমস্যা দেখা দেয়। গত কয়েক দিন ধরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
টিভি সিরিয়ালসহ একাধিক নন্দিত চলচ্চিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা। ‘ছোটি সি বাত’, ‘রজনীগন্ধী’, ‘পতি পত্নী অউর উও’-র মতো জনপ্রিয় ছবিতে ছিলেন তিনি।
টেলিভিশন সিরিয়ালেও জনপ্রিয় মুখ ছিলেন তিনি। অভিনয় করেছেন ‘কবুল হ্যায়’, ‘কাব্যাঞ্জলি’-সহ একাধিক হিন্দি সিরিয়ালে। সম্প্রতি ‘কুলফি কুমার বাজেওয়ালা’ সিরিয়ালে দেখা গেছে বিদ্যাকে।
এবি/রাতদিন