অ্যাসিড আক্রান্ত নারীদের পাশে কিং খান

চলচ্চিত্র জগতের পাশাপাশি অসহায় মানুষের জন্যও কাজ করেন বলিউড খ্যাত কিং খান। সিনেমার পাশাপাশি মাঝে মাঝে ছুটে যান মানুষের সেবায়।

বৃহস্পতিবার, ২৮ মার্চ অ্যাসিড আক্রান্ত কিছু সংগ্রামী নারীদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। শুনেছেন তাদের কথা।



টুইটারে সেই সংগ্রামী নারীদের সংঙ্গে ছবি পোস্ট করে সাধারণ মানুষ এবং তার ভক্তদের জন্য বিশেষ বার্তা দেন শাহরুখ খান। সবাইকে অনুরোধ করে বলেন, ঈশ্বরের কাছে তার বোনদের জন্যে প্রার্থনা করতে।

২০১৭ সালে ‘মির ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা চালু করেছিলেন শাহরুখ খান। এই সংস্থার প্রধান উদ্দেশ্যই হলো অ্যাসিড আক্রান্তদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী করে জীবনে মূল স্রোতে ফিরিয়ে আনা।

এই সংস্থার আর্থিক সহায়তায় অ্যাসিড আক্রান্তরা কারেক্টিভ সার্জারিও করাতে পারেন।সংস্থার অধীনে থাকা প্রত্যেক নারীকে বোন হিসেবেই দেখেন কিং খান।

এনএম/রাতদিন