আগামী মাসে রংপুর ও কুড়িগ্রাম থেকে দুটি নতুন আন্তঃনগর ট্রেন : রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে রংপুর-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। একই সাথে কুড়িগ্রাম-ঢাকা রুটে আরেকটি ট্রেন চালু হবে।

আজ শুক্রবার, ২ আগষ্ট সন্ধ্যার দিকে রংপুর রেল স্টেশন পরিদর্শনে এসে তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘রংপুর থেকে চালু হওয়া নতুন ট্রেনটি ঢাকা যাবে পার্বতীপুর হয়ে। আর কুড়িগ্রামের ট্রেনটি রাজধানী যাবে রংপুরের কাউনিয়া হয়ে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনের উদ্বোধন করবেন জানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ‘ট্রেনটি রংপুর থেকে ছেড়ে বদরগঞ্জ, পার্র্বতীপুর. শান্তাহার ও নাটোর এই চারটি স্টেশনে শুধুমাত্র থামবে। অপর ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে রংপুরে কাউনিয়া এবং বগুড়া হয়ে ঢাকা যাবে।’

মন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ গাইবান্ধার ৭ কিলোমিটার রেলপথ ঈদের আগেই সংস্কার শেষে ট্রেন চলাচল শুরু হবে।

পরিদর্শনে রেলপথ মন্ত্রী সংশ্লিষ্টদের রেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেন।

এসময় তাঁর সাথে ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সাফি ও সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনী প্রমুখ।

এইচএ/রাতাদিন