নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৯ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে। সেই সাথে আক্রান্তের সংখ্যা এখন ১৬ হাজার ৬০৭ জন।
আজ মঙ্গলবার, দুপুর আড়াইটার সময় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
নতুন করে গত ২৪ ঘণ্টায় নমুনা ৬৭৭৩ টি পরীক্ষা করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এসময়ে ৯৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ দিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০৭ জন।
একই সময়ে আরও ১১ জন মৃত্যুবরণ করেছেন বলেও জানান তিনি। এ নিয়ে দেশে মোট ২৫০ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।
নতুন করে মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৪ জন। এদের ৫ জন ঢাকা সিটি, ১ জন নারায়ণগঞ্জ, ১ জন নরসিংদীর বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগের ২ জন ও সিলেট ২ জন মারা গেছেন।
মৃতদের মধ্যে ৩ জনের বয়স ৫১-৬০ বছর, ৫ জনের বয়স ৬১-৭০, ২ জনের বয়ষ ৭১-৮০ বছর ও ১ জনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে বলেও জানান ডা. নাসিমা। একই সময়ে ২৪৫ জন সুস্থসহ মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।