আটক ভারতীয় উইং কমান্ডার অভিজিতকে আজ মুক্তি দিচ্ছে পাকিস্তান

পাকিস্তানের হাতে আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয়া হবে আগামীকাল, ২৯ ফেব্রুয়ারি। পকিস্তান সংসদে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তান ও ভারতীয় গনমাধ্যমের খবর অনুযায়ী, শান্তি প্রক্রিয়া শুরু করার জন্য ভারতীয় পাইলটকে ছাড়া হবে। সংসদে এমনটাই জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী।

কূটনৈতিক চাপে পাকিস্তান এই পদক্ষেপ নিচ্ছে বলে দাবী করছে ভারতীয় গণমাধ্যম। তারা এটিকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবেও দাবী করছেন।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এই খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশ্বস্ত সুত্রের বরাত দিয়ে ভারতীয় প্রভাবশালী গনমাধ্যম এনডিটিভি জানিয়েছে, খুব শীঘ্রই দেশে ফিরবেন উইং কমান্ডার।

সুত্রটি নিশ্চিত করেছে, আগামীকাল শুক্রবার ওয়াঘা সীমান্ত দিয়ে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের কাছে হস্তান্ত করা হবে। সুত্র: এই সময় ও প্রতিদিন।

আরআই/রাতদিন