আদিতমারীতে ট্রেন থেকে ফেলে দেয়া হয়েছে নবজাতকের মরদেহ

লালমনিরহাট-বুড়িমারী রেলপথের পাশ থেকে এক সদ্যজাত শিশুর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সদ্য জন্ম নেওয়া শিশুটির মরদেহটি কেউ চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার, ২২ জুন দুপুরের দিকে আদিতমারী স্টেশনের কিছুটা দূরে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রেললাইনের পাশে কাপড়ে জড়ানো সদ্যজাত শিশুর মরদেহ দেখতে স্থানীয়রা আদিতমারী থানা পুলিশকে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠায়।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ধারণা করা হচ্ছে সদ্য জন্ম নেওয়া শিশুটির মরদেহ ট্রেন থেকে কেউ ফেলে দিয়ে গেছে।’

এইচএ/রাতদিন