লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রাথী রফিকুল আলম প্রার্থীতা ফিরে পেলেন।
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি বিকেলে শুনানী শেষে আপিল কর্মকর্তা ও জেলা প্রশাসক শফিউল আরিফ বৈধ প্রার্থী হিসেবে আলমের নাম ঘোষণা করেন বলে সূত্র জানিয়েছে।
এর আগে গত মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি যাচাই-বাছাই শেষে ওই প্রর্থীর মনোনয়ন বাতিল করেছিলেন রির্টানিং কর্মকর্তা।
নির্বাচন অফিস সূত্র জানায়, রফিকুল আলমের নামে বিসিআইসির সার সরবরাহের একটি লাইসেন্স ছিল। যা তিনি এর আগে তার ছোট ভাই রেজা-উদ-দৌলার নামে এফিডেভিট করে দিয়েছিলেন। পরে আবার সেই এফিডেভিট বাতিল করে দেন। ফলে সর্বশেষ লাইসেন্সের মালিক ওই প্রার্থী নিজেই।
জানা গেছে, রফিকুল আলম তার সেই লাইসেন্সের অনূকুলে সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি সরকারি গোডাউন থেকে সার উত্তোলন করেন।
কিন্তু তিনি তার বাতিল করা এফিডেভিটটি মনোনয়নপত্রের সাথে সংযুক্ত করে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। ফলে যাচাই-বাছাই শেষে তা বিধি বর্হিভূত উল্লেখ করে মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল।
রিটার্নিং অফিসার মঞ্জুরুল হাসান ওই দিন জানিয়েছিলেন রফিকুল আলমের মনোনয়নপত্রটি উপজেলা নির্বাচন আইন ১৯৯৮ এর ৮(জ) ধারা মতে বাতিল করা হয়েছে।
তবে শুক্রবার আপিল কর্মকর্তা নতুন করে যাচাই বাছাই শেষে রফিকুল আলমের প্রার্থী হতে কোনো বাধা নেই বলে উল্লেখ করেন।
এবি/১৫.০২.১৯