আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৮ ঘন্টায় ২ মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় মারা যাওয়া ওই দুই ব্যাক্তির একজন মঙ্গল চন্দ্র (৩৭) ও অপরজন বিউটি রানী (৪০)।

আজ বুধবার, ১৫ সেপ্টেম্বর ওই দুজন মারা যান। এর আগে গতকাল রাতে উপজেলার ফলিমারী গ্রামে ও আজ দুপুরে সবদল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা।

মৃত মঙ্গল চন্দ্রের বাড়ী উপজেলার সারপুকুর ইউনিয়নে। সেখানকার সবদল সবজি বাজার এলাকার মৃত ফিদাম চন্দ্রের ছেলে তিনি। বিউটি রানী ওই উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের সন্তোষ চন্দ্রের স্ত্রী।

জানা গেছে, আজ বুধবার দুপুরে নিজ বাড়িতে সেচ পাম্পের লাইন সংযোগের কাজ করছিলেন কৃষক মঙ্গল চন্দ্র। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অপর দিকে মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক চুলায় রান্না করার সময় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন বিউটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম মৃত্যুর বিষয় দুটি নিশ্চিত করেছেন।

জেএম/রাতদিন

মন্তব্যসমূহ প্রদর্শন করা হবে (10)