শুরুতে স্প্যানিশ ক্লাব ফুটবলে করোনাভাইরাস সবচেয়ে বড় আঘাতটা দিয়ে ছিল এসপানিওলে। ক্লাবটির কোভিড-১৯ পরীক্ষায় ৩৫ শতাংশ রিপোর্টই পজিটিভ ধরা পড়েছিল। আক্রান্ত হন তাদের ৬জন ফুটবলার ও স্টাফ।
প্রাণঘাতী ভাইরাসটি এবার ছোবল মারল তাদেরই স্বদেশী ক্লাব দেপোর্তিভো আলাভেসে। দলটির ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মীসহ ১৫জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আলাভেসের কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাবের মূল স্কোয়াডের ৩জন ফুটবলার, ৭জন কোচিং স্টাফ ও ৫জন কর্মী, সব মিলিয়ে ১৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও কারোর মধ্যেই কোনো ধরনের লক্ষণ দেখা দেয়নি এখনো। তবে ক্লাবটির বাস্কেটবল দলের কারোর শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।
করোনার প্রভাবে ইতালির পর ইউরোপে সবচেয়ে বাজে সময় যাচ্ছে এখন স্পেনে। বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার মানুষ। প্রাণ হারিয়েছেন ৫৫৮জন।
এনএ/রাতদিন