ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ বাহিনী ঢুকে পড়েছে বলে জানিয়েছে বিবিসি।
রোববার, ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত বিবিসি’র ওই খবরে বলা হয়, শহরের প্রতিরোধ বেষ্টনী ভেদ করেছে রুশ বাহিনী এবং সেখানে তাদের সাথে ইউক্রেনের সেনাবাহিনীর লড়াই চলছে বলে খবর আসছে।
দক্ষিণের মেলিতোপোল দখল করে নেবার পর এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রাশিয়ান সেনাবাহিনী, বলছে সেখানকার কর্তৃপক্ষ।
রাশিয়ান সেনারা শহরের প্রতিরোধ বেষ্টনী ভেদ করেছে এবং সেখানে তাদের সাথে ইউক্রেনের সেনাবাহিনীর লড়াই চলছে বলে খবর আসছে।
রাতভর মিসাইল হামলার পর রাশিয়ান বাহিনী শহরটিতে প্রবেশ করলো।
মিসাইল হামলায় একটি নয় তলা আবাসিক ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে সেখানকার জরুরি বিভাগ। ভবনটির বেজমেন্টে আশ্রয় নেয়ার কারণে ৬০ জনের মতো বাসিন্দার প্রাণ রক্ষা হয়েছে। তবে বয়স্ক একজন নারী মারা গেছেন।
অন্যদিকে, ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার এক ফেসবুক পোস্টে যুদ্ধে রুশ ক্ষয়ক্ষতির একটি তালিকা প্রকাশ করে দাবি করেছেন যে ৪.৩০০ জন রুশ সৈন্য এ পর্যন্ত নিহত হয়েছে।
বিবিসি এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি, এবং রাশিয়া এখন পর্যন্ত হতাহতের কোন সংখ্যা প্রকাশ করেনি।
ইউক্রেনের মন্ত্রীর দেয়া তালিকায় ৪,৩০০ রুশ সৈন্য নিহতের কথা ছাড়াও ২৭টি বিমান, ২৬টি হেলিকপ্টার, ১৪৬টি ট্যাংক, ৭০৬টিসাঁজোয়া যান, ৪৯টি কামান এবং আরো কিছু সামরিক সরঞ্জাম ও অস্ত্র ধ্বংসের কথা বলা হয়।