ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের অলভিয়া বন্দরে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮জন নাবিক দেশে ফিরেছে।
আজ বুধবার, ৯ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু পর ঢাকায় পৌঁছেছেন তারা।
এর আগে দোসরা মার্চ আটকে পড়া জাহাজটিতে রকেট হামলায় একজন বাংলাদেশি নাবিক মারা যান।
এরপরই বন্দরটির আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের সহায়তায় ৩রা মার্চ জাহাজে থাকা ২৮জন নাবিক ও ইঞ্জিনিয়ারকে উদ্ধার করে তাদেরকে ইউক্রেনের বাঙ্কারে সরিয়ে নেয়া হয়।
সেসময় কর্মকর্তারা জানান, রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃতদেহ নিরাপদ জায়গায় নিয়ে হিমাগারে রাখা হয়েছে এবং পরে সুবিধাজনক সময়ে মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
আটকে পড়া জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। সূত্র: বিবিসি।