ইতালিতে প্রকাশ্যে আজান, খোলা মাঠে নামাজ পড়ে বাংলাদেশিদের প্রতিবাদ

বাংলাদেশ সমিতি ইতালি প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার, ২২ মার্চ প্রকাশ্যে খোলা মাঠে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেছে।

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও রোমের মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতেই ইতালির মুসল্লীরা খোলা মাঠে নামাজ আদায়ের ব্যবস্থা করেন।

জানা গেছে, ইতালির লার্গো প্রেনেসতিনা নামক খোলা মাঠে জুমার নামাজের আয়োজন করে বাংলাদেশ সমিতি । এতে রোম প্রবাসী মুসল্লিরা অংশগ্রহণ নেন।

খুতবার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু ও মাদ্রাসুতুর রোমের প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান।

মসজিদে হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রবাসীরা বলেন, ‘আমরা মুসলমান শান্তিপ্রিয় জাতি। আমাদের হত্যা করে কেউ নামাজ বন্ধ করতে পারবে না। আমাদের মনোবল এত নরম নয়। ধর্মীয় পরীক্ষায় যুগযুগ ধরে পরীক্ষিত আমরা।’

তারা বলেন, ‘যারা হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে তাদের এখনই রুখে দেয়ার সময়। জঙ্গি বা সন্ত্রাসীর কোনো ধর্ম নেই কোনো জাত নেই। সন্ত্রাসীরা সবসময় সন্ত্রাসীই।

নামাজ শেষে দোয়া ও মোনাজাতে নিহতদের রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। তথ্য সূত্র : বাংলারিপোর্ট

এইচএ/রাতদিন