ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার


ইনজুরি কাটিয়ে সোমবার, ২২ এপ্রিল প্রথমবার মাঠে নামলেন নেইমার। জানুয়ারিতে ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে পড়া এই ব্রাজিলিয়ান সুপারস্টার ওই দিন মোনাকোর বিরুদ্ধে মাঠে নামেন।

জানুয়ারীতে প্যারিসের সেইন্ট জার্মেইয়ের এই স্ট্রাইকার পায়ে আঘাত পান। প্রাথমিকভাবে এটিকে হালকাভাবে নিলেও পরে দেখা যায় তার পায়ের মেটাটার্সাল ভেঙে গিয়েছে।এ কারণে দীর্ঘ তিন মাস মাঠের বাইরেই থাকতে হয় তাকে।

দীর্ঘ এ সময় মাঠের বাইরে কাটিয়ে অবশেষে খেলায় ফিরেছেন নেইমার। রোববার রাতে মোনাকোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন ঘটলো তার।

খেলার দ্বিতীয়ার্ধে নেইমার মাঠে নামলে স্টেডিয়ামে হর্ষধ্বনি ওঠে।
তবে ম্যাচে খুব বেশি কিছু করতে পারেননি তিনি

ম্যাচে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে পিএসজি মাঠ ছাড়ে ৩-১ গোলের জয় নিয়ে।

ম্যাচের ৭৩ মিনিটে এডিনসন কাভানি মাঠে নামলে দীর্ঘদিন পর মাঠে একত্রিত হয় নেইমার-এমবাপে-কাভানী ত্রয়ী।

এনএইচ/রাতদিন