রংপুর নগরীর শেখপাড়ায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে এনতাজ আলী (৬০) নামে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ইফতারের পর অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ী থেকে বের হন তিনি।
শুক্রবার, ১ মে সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতেদের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইফতারের পর একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন রংপুর নগরীর মর্ডাণ শেখপাড়া এলাকার বাসিন্দা এনতাজ আলী (৬০)। এরপর তিনি আর বাসায় ফেরেননি। তিনি পেশায় রডমিস্ত্রির ঠিকাদার।
রাতে তার ফোন বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সকালে এলাকাবাসী বাড়ির পার্শ্বে ভুট্টক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান তারা।
এনতাজের ছোট ছেলে রায়হান (২৬) বলেন, কেউ একজন বাবাকে ফোন দিয়ে বলেন, আমি পাথারের (জনমানবশূণ্য জায়গা) দিকে আছি আপনি আসেন। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে যান। বাসার সবাই মনে করেছে বাবা তারাবীর নামাজ পড়তে গেছেন। রাত ১২টা পর্যন্ত বাড়ি না ফিরলে বাবাকে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়|
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা করছি এনতাজ আলীকে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যা করে ভুট্টাক্ষেতে লাশ ফেলে গেছে দূর্বৃত্তরা। আমরা কিছু ক্লু পেয়েছি যা তদন্তের স্বার্থে প্রকাশ করছি না। তবে দ্রুতই ঘাতকদের আইনের আওতায় আনা যাবে।
জেএম/রাতদিন