ঈদে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৬ দিন

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা ছয়দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে্য দুই দেশের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার চালু থাকবে।

বুধবার, ২৯ জুলাই সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত।

তিনি জানা, বাংলাদেশ ও ভারতের এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভায় ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন আমদানী-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছ। বুধবার, ২৯ জুলাই থেকে মঙ্গলবার, ৪ আগস্ট পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম থাকবে।

বিষয়টি দুই দেশের সংশ্লিস্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ছটি শেষে আগামী বুধবার, ৫ আগস্ট থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই আনোয়ার হোসেন ছুটির বিষয়টি নিশ্চিত করেন। আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।

জেএম/রাতদিন