করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে করানোভাইরাসে আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে এসেছে।
বৃহস্পতিবার, ১৯ মার্চ সকালে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উহান শহরসহ পুরো হুবেই প্রদেশে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। করোনাভাইরাস গত ডিসেম্বর থেকে ছড়ানোর পর এই প্রথম এই হুবেই প্রদেশসহ উহানে আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে আসলো।
তবে গত ২৪ ঘণ্টায় হুবেই প্রদেশে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। এদিকে হুবেইতে কেউ আক্রান্ত না হলেও দেশটির কয়েকটি প্রদেশে নতুন করে কয়েকজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এনএ/রাতদিন