প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে নাচলেন সৌদি ছেলে-মেয়েরা(ভিডিও)

সৌদি আরবে এখন ভরা শীত। এই শীতেই সেখানে বইল বসন্তের বাতাস। বিধিনিষেধে আবদ্ধ সৌদি আরবে এই প্রথমবারের জন্য কোনও মিউজিক কনসার্টে এক সঙ্গে নাচলেন ছেলে-মেয়েরা। যা সে দেশে অতি বিরল দৃশ্য।

সম্প্রতি ফরাসি ডিস্কো জকি ডেভিড গুয়েত্তার একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানে। সেখানে মঞ্চের নীচে ছিল যুবক-যুবতীদের ভিড়।  ডেভিডের গানের সুরে এক সঙ্গে নাচলেন তাঁরা।

এ সম্পর্কিত আরও খবর...

সৌদির ছেলে-মেয়েদের এক সঙ্গে নাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বিধি নিষেধের অচলায়চন ভেঙে বেরিয়ে আসার জন্য প্রচুর মানুষ শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।

 সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন ক্ষমতায় আসার পর থেকে সে দেশে সামাজিক পরিবর্তন শুরু  হয়েছে। প্রচুর ইসলামিক বিধিনিষেধের বাঁধন আলগা হয়েছে। সে কারনেই স্বস্তিতে রয়েছেন সে দেশের কমবয়সীরা। বেশ কয়েক বছর আগে প্রকাশ্যে যে সব কাজ করার কথা কমবয়সীরা চিন্তাও করতে পারতেন না, এখন নির্ভয়ে সে কাজ করতে পারছেন তাঁরা।

গুয়েত্তার কনসার্ট অন্তত তেমন সাক্ষ্ই দিচ্ছে।

সুত্র: আনন্দবাজার পত্রিকা

মতামত দিন