এটিএম সামসুজ্জামান লাইফ সাপোর্টে

রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সার্পোটে রয়েছেনে একুশে পদকজয়ী অভিনেতা এটিএম শামসুজ্জামান। শুক্রবার, ১০ মে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তার স্ত্রী রুনি জামান।

বরণ্যে এই অভিনেতার চিকিৎসার বিষয়ে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, এটিএম শামসুজ্জামান এখনও লাইফ সাপোর্টেই আছনে। তার শরীরকি অবস্থা খুব ভালো না আবার খারাপ না। তার শারীরিক অবস্থা এখন খানিকটা স্থিতিশীল রয়েছে।

তিনি আরো জানান, এটিএম শামসুজ্জামানের পরিবারের কাছ থেকে তিনি জানতে পেরেছেন বিদেশে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে সবুজ সংকেত পাওয়া গেছে। তবে এ বিষয়ে আমি আসলে পুরো নিশ্চিত নই।

গুণী এ অভিনেতা ১৯৪১ সালের ১০ সপ্টেম্বের নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরচিালক, কাহিনীকার, চিত্রনাট্যকার ও গল্পকার। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পেয়েছেন। অভিনয়ের জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

এইচএ/রাতদিন