রাজধানীর উত্তরায় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক দম্পতি।
তারা হলেন মো. আলমগীর হোসেন এবং তার স্ত্রী বিলকিস ফারজানা বেবী।
জানা যায়, মো. আলমগীর হোসেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও তাঁর স্ত্রী বিলকিস ফারজানা বেবী উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ।
স্বামী, স্ত্রী দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আলমগীরের পরিবারের পক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে জানান, উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাটে থাকেন আলমগীর ও তাঁর স্ত্রী ফারজানা। গতকাল রাতে হঠাৎ করে সেখানে শটসার্কিট থেকে এসি বিস্ফোরণে দগ্ধ হন এই দম্পতি। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়। এ ঘটনায় আলমগীর ও ফারজানার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
এমবি/রাতদিন