ওসি-এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার মামলা

ঢাকার কেরানীগঞ্জের এক গার্মেন্টস কর্মী  রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেছেন। আদালতে মামলাটি করার পর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার, ৪ এপ্রিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দারের আদালতে মামলাটি করেন ওই নারী।

মামলার অন্য আসামিদের দুইজন হচ্ছেন যাত্রাবাড়ী থানার এসআই আ স ম মাহমুদুল হাসান ও মোছা.লাইজু।

মামলার বাদী সংবাদমাধ্যমকে জানান, মামলার আসামি শফিকুল ইসলাম রনি পূর্বপরিচয়ের সূত্রে গত ১২ মার্চ যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় তাকে নিয়ে যায়। এরপর সেখানে তিন-চারজন জোর করে ধর্ষণ করে।

তিনি আরও জানান, ওই বাসা থেকে বেরিয়ে তিনি যাত্রাবাড়ী থানায় গিয়ে ওসিকে সব কিছু খুলে বলেন। এরপর ওসি এসআই আ স ম মাহমুদুল হাসান ও মোছা. লাইজুকে এ বিষয়ে দায়িত্বে দেন। পরে দুই এসআই ঘটনাস্থলে গিয়ে এক লাখ টাকা দাবি করেন। অন্যথায় আমাকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়।

ধর্ষণের শিকার ওই নারী বলেন, ‘টাকা দিতে না পারায় দোষিদের না ধরে উল্টো আমাকেই একটি মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। পরে মামলায় জামিন নিয়ে আদালতে মামলাটি করেছি।’

এইচএ/রাতদিন