কবিতায় লটকন-জামরুল, রংপুরে মৌচাক’র মধুমাস উদযাপন

সাহিত্যের কাগজ মৌচাক এর উদ্যোগে রংপুরে মধুমাসের ফল উৎসব ও ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ‘ফরমালিন মুক্ত ফল খাই, সারাবছর সুস্থ সবল রই’ এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার, ১৪ জুন বিকেলে এ উৎসব অনুষ্ঠিত হয়।  

ওইদিন বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে এ ফল উৎসব ও ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়। 

কবিতার সাথে চলে ফল উৎসব। ফল উৎসবে আম, জাম, কাঠাল, লিচু, আনারস, তরমুজ, বাঙ্গি, তাল, লটকন, কলা, জামরুল, পেয়ারা, কামরাঙ্গাসহ বিভিন্ন প্রকারের ফল খাওয়া হয় এবং ফলমুলের উপর কবিতা পাঠ হয়। 

কবিতা ও ফল উৎসবের পাশাপাশি ঈদোত্তর অর্র্জিত নানা অভিজ্ঞতা বিনিময় হয়।

উৎসবে মৌচাক এর প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ সাহিত্যিক ও অভিযাত্রিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে এম শহীদুর রহমান বিশু।

এছাড়াও আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, মৌচাক উপদেষ্টা ও রংপুর মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, সমাজকর্মী ও শিক্ষক চায়না চৌধুরী, মৌচাক উপদেষ্টা রবিউল ইসলাম রবি, ছড়াকার সাঈদ সাহেদুল ইসলাম, উপদেষ্টা ও রংপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক সাহিনা সুলতানা, উপদেষ্টা এস এম সাথী বেগম, জাতীয় কবিতা পরিষদ রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, মৌচাক নির্বাহী সম্পাদক মতিয়ার রহমান, সহকারী সম্পাদক কবিরাজ ইসমাইল মোল্লা, ওবায়দুর রহমান, শ্যামলী বিনতে আমজাদ, হাসেম আলী তারা, মৌচাক পরিবারের সদস্য আতাউর রহমান লিটন।

মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন এর সঞ্চালনায় কবিতা পাঠে অংশ নেন নাহিদা ইয়াসমিন, খালিদ সাইফুল্লাহ, ফজলে রাব্বী, এস এম মুরসালিন, মাহবুবা লাভিন, অভিযাত্রিক সহ-সভাপতি সালমা সেতারা, অভিযাত্রিক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইসহাক ইরানী, কবি ও গল্পকার সিরাজুন নাহার সাথী, কবি বজলুর রশীদ, মমিন উদ্দিন পাটোয়ারী, আনোয়ার হোসেন আকাশ, নাহিদ আফরোজ লিজা প্রমুখ। ঈদ পর্বে আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রনি, লেখক ও সংগঠক রানা মাসুদ, রংপুর মহানগর মহিলা যুবলীগ আহবায়ক শাহানাজ বেগম বিউটি, ছড়াকার আবু বকর সালেহ, মৌচাক সহযোগি সম্পাদক শাহাজান আলী লিটন প্রমুখ।

ফল উৎসব ও ঈদ আড্ডায় উপস্থিত ছিলেন সময় টেলিভিশন এর রংপুর ব্যুরো চীফ রতন সরকার, স্টাফ রিপোর্টার বাবু, বিভাগীয় লেখক পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক জাকির আহমদ, কবি হাই হাফিজ, ঝিনুক সম্পাদক নবীর হোসাইন, কবি ও সাংবাদিক কামরুজ্জামান বাদশা, কবি মুনিরা পারভীন পপি, জেলা সঞ্চয় কর্মকর্তা আবু তালেব, কবি মামুন অর রশীদ  প্রমুখ।

অনুষ্ঠান থেকে সকলকে ফরমালিন মুক্ত খাবার গ্রহণের ব্যাপারে সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়।

আরআই/রাতদিন