করোনাভাইরাস: শনিবার থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়া বন্ধ

আগামীকাল শুক্রবার, ১৩ মার্চ বিকেল ৫টার পর থেকে কোনো বাংলাদেশি পাসপোর্টধারী যশোরের বেনাপোল চেকপোস্ট ব্যবহার করে ভারতে যেতে পারবেন না।

করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। তবে এই সময়ে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় নাগরিকরা এই সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের অভিবাসন বিভাগের ওসি মো. আহসান হাবিব জানিয়েছেন, করোনাভাইরাসের বিস্তার রোধে ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারতীয় নাগরিক ও সেদেশে অবস্থানরত বাংলাদেশি যাত্রীরা যথারীতি বাংলাদেশে ঢুকতে পারবেন। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরাও তাদের দেশে ফিরতে পারবেন।

এবি/রাতদিন