করোনাআতঙ্ক: বুড়িমারীতে এক নেপালী পাসপোর্টধারীকে বাংলাদেশে ফেরত দিল ভারত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আন্তর্জাতিক অভিবাসন চৌকি (আইসিপি) দিয়ে ভারতে যাওয়ার সময় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রশন এক নেপালী পার্সপোর্ট যাত্রী কে বাংলাদেশে ফেরত দিয়েছে। গৌতম দেব (২১) নামের ওই নেপালী পার্সপোর্টধারী যাত্রী রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজে পড়াশুনা করছে।

বুধবার, ১৮ মার্চ দুপুরে বুড়িমারী স্থলবন্দরের আন্তর্জাতিক অভিবাসন চৌকি দিয়ে ভারতে যাওয়ার সময় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রশন তাকে বাংলাদেশে ফেরত পাঠায়।

চ্যাংরাবান্ধায় নিযুক্ত স্বাস্থ্য পরীক্ষা টিম জানিয়েছে, ওই যাত্রীর শরীরের তাপমাত্রা ১০০ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইড থাকায় তাকে বাংলাদেশে ফেরত দিয়েছে।

পরে বুড়িমারী স্থলবন্দরের আন্তর্জাতিক অভিবাসন চৌকিতে নিযুক্ত পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য পরীক্ষার টিম তাঁকে ওই রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজে ফেরত পাঠায়

এ বিষয়ে দহগ্রাম আঙ্গরপোতা মেডিক্যালের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. জিল্লুর রহমান বলেন, ‘আজ দুপুরে বুড়িমারী স্থলবন্দরের আন্তর্জাতিক অভিবাসন চৌকি (আইসিপি) দিয়ে ভারতে যাওয়ার সময় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রশনের নিযুক্ত স্বাস্থ্য পরীক্ষার টিম গৌতম দেব (২১) নামের এক নেপালী পার্সপোর্ট যাত্রীর শরীরের তাপমাত্রা ১০০ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইড পাওয়ায় তাকে বাংলাদেশে ফেরত দিয়েছে। আমরা ওই নেপালী পার্সপোর্ট যাত্রীকে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজে পাঠিয়েছি।’

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ পাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএম/রাতদিন